অবতক খবর :: শিলিগুড়ি :: ২০ জুন :: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোকে শিলিগুড়িতে আত্মঘাতী নাবালক ভক্ত। মৃত নাবালকের বাড়ি শিলিগুড়ির ঝংকার মোড় সংলগ্ন টিউমল পাড়ায়। একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের ক্লাস সিক্সের ছাত্র ছিল সে। শুক্রবার সন্ধ্যায় ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবার সূত্রে খবর, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্ত ছিল ওই নাবালক। মায়ের ফেসবুক অ্যাকাউন্ট খুলে, সব সময়ই সোশ্যাল সাইটের মাধ্যমে সুশান্তের খবর রাখত সে। চলতি মাসের ১৫ তারিখে তার ১০ বছর পুর্তির জন্মদিনও পালন করে পরিজনেরা। যদিও অভিনেতার মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সে। এরপর শুক্রবার সন্ধ্যায় ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।