অবতক খবর,১২ জানুয়ারি: উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযানের পিছনে কোন রাজনৈতিক অভিসন্ধি আছে, এই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এলাকায় স্বচ্ছভাব মূর্তির মানুষ এই সুবোধ চক্রবর্তী, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ান। কিন্তু সেই মানুষটির বাড়িতে টানা ৬ ঘন্টার বেশি সময় ধরে অভিযান চালানোর পরেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকাল সাড়ে সাড়ে ছয়টা নাগাদ ইডির প্রতিনিধি দল ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর খলিসাকোটা পল্লীতে সুবোধের দের বাড়িতে আসেন। এরপর টানা জিজ্ঞাসাবাদের ফলে পরিবারের কোনো সদস্যের বাইরে বেরোতে পারেননি। ফলে তারা ঠিক মতন খাওয়া-দাওয়া করতে পারছেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আর সেই ব্যাপারে খোঁজ নিতেই বেলা সাড়ে বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দা রিঙ্কু মজুমদার ও শঙ্কর চৌধুরী। তাদের বক্তব্য ‘তারা সুবোধবাবুর বাড়িতে আসেন এবং ইডির কাছে জানতে চান ওই পরিবারের সদস্যদের কাছে ঠিকমতো খাওয়ার সরবরাহ করা হচ্ছে কিনা। ইডির তরফেও সব সাহায্য করা হচ্ছে বলে জানান হয়।