যোগ্য অযোগ্য প্রজন্মদের চাকরির ভাগ্য ঝুলে রইল তারিখ পে তারিখ প্রজন্মের হতাশ করে তুলছে

সুপ্রিম কোর্ট
তমাল সাহা

আমারও এমনই
অসহায় অবস্থার সৃষ্টি হয়েছিল।
বার বার কড়া নেড়েছি সুপ্রিম কোর্টের দরজায়।

তারিখের পর তারিখ পড়েছে…
কলকাতা থেকে দৌড় করিয়েছে দিল্লিতে।
জীবন ইনসাফ ক্ষতবিক্ষত হয়েছে, আমি অসহায়।

ভালোবাসায় কোনো খাদ ছিল না
তবুও কেন সে ডিভোর্স চেয়েছিল
কোথা থেকে কিভাবে অপরাধ খুঁজে পেয়েছিল!

আমার প্রজন্মেরাও কি
তার পিতার মতো করেছে কোনো পাপ?

সুপ্রিম কোর্টবাবু, ন্যায়ের অবতার
তারিখের পর তারিখ…
এ কোন অভিশাপ!