অবতক খবর,৭ ফেব্রুয়ারী : শীতের মরশুমে শুক্রবার সকালে কাকিনাড়ার সুন্দিয়া বান্ধব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল প্রাঙ্গনে খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ।এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বহু ক্ষুদে পড়ুয়াদের অংশ গ্ৰহন করতে দেখা যায়।মাঠপাস দিয়ে শুরু করে পিটি সহ শপথ বাক্যপাঠ করার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধানশিক্ষিকা মিঠু সাহা রায়।

স্কুলের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছিলেন ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজন বিশ্বাস সহ বিদ্যালয় পরিদর্শক সঞ্জীব ব্যানার্জি সহ ক্রীড়ানুরাগি বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকল অতিথিবৃন্দরাই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত কামনা করলেন।