অবতক খবর,২৬ ডিসেম্বর: রেল লাইনে উদ্ধার দুটি তাজা বোমা উদ্ধার। যার কারণে বেশকিছু ক্ষন বন্ধ থাকল ট্রেন চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনি। জানা গিয়েছে এই ঘটনায় রেল লাইনে বোমা রেখে পালাতে গিয়ে হাতে নাতে পাকড়াও দুই যুবক। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মদন কুন্ডু ও সাগর দাস।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতির নিমতিতা রেল স্টেশনের দফা হাট ছাঁটকাটা পাড়ার সামনে রেল লাইনে থেকে উদ্ধার বোমা হয়। রেল সুত্রে জানা গিয়েছে, আজিমগঞ্জ- মালদা ডিভিশনের নিমতিতা রেল গেট সংলগ্ন দফাহাট ছাঁটকাটা পাড়া সামনে রেল লাইনের ঘটনা।