অবতক খবর,৩১ আগস্টঃ সুতপা চৌধুরী খুনে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা শোনানো হয়। বৃহস্পতিবার বহরমপুর জেলা জজ আদালতে তৃতীয় ফাস্ট ট্রাক কোর্টে সন্তোষ কুমার পাঠকের এজলাসে আজ সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। গত ২রা মে ২০২২ সালের এক সন্ধ্যায় মালদা জেলার বাসিন্দা সুশান্ত চৌধুরী তার প্রেমিকা সুতপা চৌধুরীকে প্রকাশ্যে বিদ্যুতের আলোয় ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। প্রায় ১৫ মাস পরে ৪২জন সাক্ষীর বক্তব্য সংগ্রহ করে এবং ব্লগ রাইটারের সাহায্য নিয়ে সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হয়।

সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানিয়েছেন ৯ মাসে এই কেসের পুরো বিচার প্রক্রিয়া শেষ হলো, প্রকাশ্যে খুনের ঘটনা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। একটি ছুরি দিয়ে সুতপা চৌধুরীকে ৪২ বার আঘাত করা হয়। পাশাপাশি ফ্লিপকার্ড থেকে একটি খেলনা পাবজি বন্ধুক কিনেছিল ৪৫০ টাকায়। সমস্ত দিক খতিয়ে দেখে আজ তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। যদিও আজকে সুশান্ত চৌধুরী এই বিষয় নিয়ে কোন কিছু বলতে চাইনি।