অবতক খবর,৩ জানুয়ারি: সাংবাদিক বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্র সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কাকু বড় নাট্যকার। তিনি বলেন কু কিন্তু আমাদের দিদির থেকে বড় নাট্যকার। দিদি যেমন নন্দীগ্রামে গিয়ে ট্যাং ভাঙ্গা নিয়ে কলকাতায় চলে এসেছিল এসে প্লাস্টার করে ভোট করে নিল। আর ভোট যেদিন শেষ হলো ট্যাং ভালো হয়ে গেল। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন আমি সেদিনও বলেছিলাম ভোট যেদিন শেষ হবে দিদি ট্যাং ঠিক হয়ে যাবে। তিনি আরো বলেন যে আমাকে বলতেই হচ্ছে দায়িত্ব নিয়ে আমাদের কাকু কিন্তু দিদিকে হারিয়ে দিয়েছে।
একটা জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী পরাজিত। তিনি হচ্ছেন আমাদের সুজয় দা। এ বিষয়ে অধীর বলেন পূজোয় ডাকে কাকু হিসেবে সম্বোধন না করে জেঠু হিসেবে সম্বোধন করলে আমাদের ভালো লাগবে। অধীর আরো বলেন এত বড় নাট্যকার এ বাংলায় ছিল বলে, আমার জানা ছিল না। যদি এই চুরি কাণ্ডে তাকে ধরপাকড় না করা হতো জিজ্ঞাসাবাদ না হত তাহলে কাকুর মত এরকম সুপ্ত প্রতিভা তাও আবার ভবানীপুরের আশেপাশে দিদির এলাকার আশেপাশে, সেখানে তো থাকার কথা নাই যেখানে দিদি আছে তার চেয়ে বড় নাট্যকার এ বাংলায় কি করে হবে কিন্তু সুজয় বাবু প্রমাণ করেছেন তিনি দিদির চেয়েও বড় নাট্যকার।
কাকু অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে তিনি সোমবার আদালতে হাজিরা আগেই জ্ঞান হারান তারপর তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জানা যায় যে তার পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। আদালতে হাজিরার আগে এইরকম ঘটনা ঘটাই কালীঘাটের কাকুকে বড় নাট্যকার বলে, সাম্বাদিক বৈঠকে বলেন অধীর রঞ্জন চৌধুরী।