অবতক খবর,৭ ডিসেম্বর,কোচবিহার- সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশি। আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী।

ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী। সেই সময় বিএসএফ ৯০ ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দিলে তারাও বিএসএফের উপর চড়াও হবার চেষ্টা করে। সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায়। সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হয় হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার ওই পাচারকারী।

পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।