অবতক খবর,১ মার্চ: মঙ্গলবার রাতে ফুলবাড়ি আমায়দীঘি এলাকায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের সন্দেহ হতেই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। পরবর্তীতে পুলিশ এসে ওই সন্দেহভাজন যুবককে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ি সংলগ্ন আমায়দিঘী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ধৃত মহম্মদ জসীম উদ্দিন(২২)।
ধৃতকে জিজ্ঞাসাবাদে আরও উঠে আসে এই যুবক বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা, কাজের জন্য ওপার বাংলা থেকে কাঁটাতারের বেড়া পার করে ভারতে প্রবেশ করেছে।
নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে আজ ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।