অবতক খবর,১০ ফেব্রুয়ারী:  উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা খুরকা গ্রামে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য। সোমবার সকালে ওই গ্রামের বাসিন্দা সুকিল সিংহ শৌচকর্মে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে বাড়িতে নিয়ে এলেও কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু প্রত্যন্ত সীমান্ত গ্রামে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা দুষ্কর হওয়ায় অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত তাঁরা সীমান্তে কর্তব্যরত

৭২ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানদের কাছে সাহায্যের আবেদন করেন।* খবর পেয়ে বিএসএফের কর্তব্যরত জওয়ানরা বিষয়টি কোম্পানি কমান্ডারকে জানান। তৎক্ষণাৎ *একটি অ্যাম্বুলেন্স ও বিএসএফের ডাক্তারসহ একটি দল অসুস্থ ব্যক্তির বাড়িতে পৌঁছে যান।

প্রাথমিক চিকিৎসার পর বিএসএফের জওয়ানরা দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বিএসএফের এই মানবিক উদ্যোগে খুরকা গ্রাম ও করণদিঘির বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, সীমান্ত পাহারার পাশাপাশি বিএসএফ বিভিন্ন সময়ে সীমান্তবর্তী গ্রামের মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তাঁরা শুধু নিরাপত্তা দিয়েই থেমে থাকেন না, বরং প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করেন।
এই ঘটনায় আরও একবার প্রমাণ হলো, বিএসএফ শুধু সীমান্তের রক্ষক নয়, মানবিকতার প্রতীকও!