অবতক খবর,১১ মার্চ: আজ ১১ই মার্চ সি আই টি ইউর ডাকে একটি মিছিলের আয়োজন করা হয় যেটির স্থান হয় মৌলালি রামলীলা ময়দান থেকে শুরু হয় এবং পরিবহন দপ্তরের শেষ হয়।

আজ এ পরিবহন দপ্তর অভিযানের মূলত বিষয়টি হয়

বর্তমানে অ্যাপ ক্যাপ অপারেটর ড্রাইভাররা বিশ্বনবী এক যন্ত্রণার মধ্যে রয়েছে ওলাউবের ইনডাইভ কোন কোম্পানির কলকাতা কোন অফিস নেই কোন সমস্যার কথা জানানো যাচ্ছে না ড্রাইভার এর পক্ষ থেকে এবং যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে যাত্রি সাথী নামক অ্যাপ ক্যাব চালু হয়েছে সেক্ষেত্রেও কোন অফিস নেই যাত্রী সাথীর ও চালক উভয়পক্ষ নিজের কমপ্লেনের কথা দিতে পারছেন না এবং যেই যেই অসুবিধা সম্মুখীন হচ্ছেন সেগুলো সমাধান হচ্ছে না অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জ্বালানি তেলের তার সাথে অ্যাপ ক্যাপ কোম্পানি গুলি শোষণবাজ। প্রতিদিন।

চরাাহারে কমিশন কাটা হচ্ছে। যেটা সম্পূর্ণ বেআইনি এবং তারপর যখন তখন ইচ্ছাকৃতভাবে ড্রাইভারদের আইডি ব্লক করা হটছে বারবার পরিবহন দপ্তরে ডেপুটেশন দেওয়া হচ্ছে কিন্তু কোন সুরা হচ্ছে না রাজ্য সরকারের দিক দিয়েএমনটাই দাবি অ্যাপ ক্যাব চালকদের তার ঐ প্রতিবাদে তারা আজ পরিবহন দপ্তর অভিযান