Aabtak Khabar,13 May: আজ প্রকাশিত হয়েছে সিবিএসই(CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল। উভয় শ্রেণীতেই কাঁচরাপাড়া হার্ণেট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা দুর্দান্ত ফলাফল করেছেন।
দশম শ্রেণীতে ৯৭.৪০ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন সাবর্ণা চক্রবর্তী। অন্যদিকে দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ থেকে ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন অদিতি দাস।
ইতিমধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রথম দশজনের তালিকা প্রকাশ করেছে স্কুল।
এইরকম ফলাফলের জন্য এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের প্রেসিডেন্ট কমল অধিকারী।