অবতক খবর,২৯ মে: ভোটের মাত্র আর ৩দিন বাকি এরই মধ্যে
সিবিআই তলব করল কয়লা কাণ্ডে অভিযুক্ত শওকতক মোল্লাকে।

জানাজায় ,দু বছর আগে সিবিআই তলব করেছিল কয়লা কাণ্ডের ধৃত শওকত মোল্লাকে ।
তিনি হাজিরাও দিয়েছিলেন ।১জুন লোকসভার শেষ ভোট ।এরি মধ্যে আবারো
তাঁকে ডেকে পাঠানো হল নিজাম প্যালেসে ।

আর ৩দিন পর দক্ষিণ ২৪পরগনার সব কেন্দ্রে ভোট গ্রহণ ।ডায়মন্ড হারবার ,মথুরা ,জয়নগর ,যাদবপুর ,আগামী এই রাজ্যের কেন্দ্রগুলিতে আসন্ন লোকসভার শেষ ভোটগ্ৰহণ।তারমধ্যেই ক্যানিংয়ের তৃণমূলের বিঁধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লাকে
তলব করেন সিবিআই ।স্থানীয় সূত্রের খবর ,কয়লা পাচারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে ।
তবে সূত্রের খবর , এখনো সিবিআইয়ের ডাকে সারা দিচ্ছেন না তিনি । কেন্দ্রীয় সংস্থার কাছে কিছুটা সময় আর্জি করেছেন তিনি ।
আপাতত তিনি নির্বাচনে কাজে ব্যস্ত বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকদের কাছে।