অবতক খবর :: মুর্শিদাবাদ ::    মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ৫ নম্বর সারাংপুর গ্রাম পঞ্চায়েতে সৌমিক হোসেনের নির্দেশে ও প্রধান কিমকিম বেগম এর উদ্যোগে, সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় ২০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন। তাদের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন ও আমপান ঝরে ক্ষতিগ্রস্থদের সাহায্য করে চলেছেন, তার এই নীতি আদর্শ মেনে কর্মীদের তৃণমূলে যোগদান বলে জানা যাচ্ছে।

যোগদানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হাজিকুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য তজিমউদ্দিন খান ও দলের উচ্চস্তরের নেতৃত্ব বর্গ।