অবতক খবর,২৯ জুলাইঃ পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষায় দুর্নীতিতে গ্রেফতারির ঘটনায় সিপিএমের পক্ষ থেকে মিছিল করা হয় । কামারহাটি মোড় থেকে মিছিল শুরু হয়ে রথতলা মোড়ে আসার পর মিছিল থেকে বিধায়ক মদন মিত্রের ওপর হামলার অভিযোগ সিপিএমের কর্মী-সমর্থকদের দিকে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ।

অপরদিকে সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হয় সিপিএমের মিছিল যখন কামারহাটি রথতলা মোড় দিয়ে যাচ্ছিল সেই সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র দুষ্কৃতীদের নিয়ে মিছিলে আটকানোর চেষ্টা করে এবং হুমকি দেয় । এই ঘটনার পর মদন মিত্র হুঁশিয়ারি দেন আগামী দিনে সিপিএম অশান্তি পাকানোর চেষ্টা করলে বেলঘড়িয়া অঞ্চলে সিপিএম কর্মীদের বাড়ির সামনে মিছিল করে ব্লক করে দেবে তৃণমূল কর্মীরা ।

আজকের এই গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মদন মিত্র বলেন, পুলিশের কোলে সিপিএম দলে । এই ঘটনাকে নিয়ে বেলঘড়িয়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।