অবতক খবর,৬ জানুয়ারি: সিপিআইএম প্রভাবিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন সিআইটিইউ প্রভাবিত এই শ্রমিক সংগঠনের।
স্বপন গুনিয়োগী সিআইটিইউ উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি বলেন মহকুমা শাসকের কাছে আজ দাবি সদন দেওয়া হয়েছে, যদি এই দাবি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
তিনি বলেন সরকারের আইন অনুযায়ী চা বাগানকে টুকরো টুকরো করে বিক্রি করা যায় না চা বাগান টুকরো করে বিক্রি করা হচ্ছে, সহ মালিকপক্ষ না জানিয়ে ওয়ার্ড সাবপেনশনের নোটিশ ঝুলিয়ে দিচ্ছে চা বাগান গুলিতে। সহ একাধিক দাবিতে আজ এই ডেপুটেশন দেওয়া হয়।