অবতক খবর ৩০ মেঃ আজ কাঁচরাপাড়ায় বীজপুর থানা সংলগ্ন কাঁচরাপাড়া-বারাকপুর বাস টার্মিনাসে সংলগ্ন সিটু ইউনিয়নের পক্ষ থেকে ৫৪ তম সিটু প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সিটু
উত্তোলন করেন শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জি এবং শহীদ বেদীতে মাল্যদান করেন। পরবর্তীতে সিটুর কর্মী সদস্যরা এবং বামপন্থী নেতৃত্ব ও সমর্থকরা শহীদ বেদীতে মাল্যদান করে শ্রমিক আন্দোলনকে জোরদার করবার শপথ গ্রহণ করেন। প্রায় 30 জন শ্রমিক কর্মী শহর শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শম্ভু চ্যাটার্জি জানান ১ জুন শ্রমজীবী বাস চালক অটোচালক অর্থাৎ পরিবহনের সঙ্গে জড়িত অবসরপ্রাপ্ত এবং বর্তমান শ্রমজীবী মানুষকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।