অবতক খবর,৭ ডিসেম্বরঃ সিউড়িতে পুরনো ধারাকে বজায় রেখে বিয়ে করলেন যুগল। হারিয়ে যাওয়া পালকিকে আধুনিকতার যুগে পুরনো যুগকে ফিরিয়ে নিয়ে এলেন সিউড়ি লালদীঘি পাড়া। বাসিন্দার রিজু মন্ডল। পেশায় তিনি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। ইচ্ছা ছিল পালকিতে করে নিজের হবু বউকে নিয়ে বাড়ি ফিরবেন বাড়ি ফিরবেন। ইচ্ছে ও কথাও কাজ মিলিয়ে নিলেন একদম পুরোনো দিনের পুরনো দিনের পালকি করে বউ আসতো বাড়িতে আর সেই আধুনিকতার যুগে পালকি দেখা মেলে না বড় বড় গাড়ি তেই ক্রমশ পালকি হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া এই শিল্পকে ফিরিয়ে আনলেন বেসরকারিকরণ কর্মী রত ঋজু বাবু ভালোবেসেছে ভালোবেসে বিয়ে করলেন বটে, একটু জমি দাড়ি প্রথাকে তুলে ধরার চেষ্টা করলেন সিউড়ি শহরের মানুষ হঠাৎ এই পালকি যাত্রা দেখে রাস্তায় দাঁড়িয়ে কেউ ফটো তুললেন কেউবা দাঁড়িয়ে তাড়িয়ে পালকির আধুনিকতার ইতিহাস একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলেন।।
ABTAK EXCLUSIVE