অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে সাহায্য চাইতে এসে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মিলনপল্লীর ক্যানেল রোডে। জানা গিয়েছে, এদিন রাতে শুকদেব মন্ডল নিজের গাড়ি করে ফিরছিলেন। মিলন পল্লী ক্যানেল রোডে হঠাৎ তিন যুবক হাত দেখিয়ে গাড়ি থামান এবং সাহায্যের জন্য আবেদন করেন। অভিযোগ, গাড়ি দাঁড় করাতেই হঠাৎ তার ওপর হামলে পড়ে ওই তিন যুবক। এরপর তাকে মারধর ও গাড়ি ভাঙচুর করার পাশাপাশি টাকাপয়সা ছিনতাই করে পালিয়ে যায় যুবকেরা।
ঘটনার পরপরই মিলনপল্লি ফাঁড়িতে অভিযোগ জানালে রাজু চাকি, সুশান্ত কুমার রায় ও স্বপন বণিক নামে ওই তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এনজেপি থানায় ধৃতদের পাঠিয়ে দেওয়া হয়। শিলিগুড়িতে এই অভুতপূর্ব ছিনতাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিনব ছিনতাই নিয়ে যথেষ্ট অবাক হয়েছেন শিলিগুড়ির মানুষ।