অবতক খবর,১৭ জানুয়ারি,পশ্চিম মেদিনীপুর: এবার আন্দোলনে নামতে চলেছে মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা। একটাই কারণ মুখ্যমন্ত্রীর সাসপেনশন অর্ডার সেই সঙ্গে FIR করার নির্দেশ। যার ফলে মেদিনীপুরে শুরু হলো উলট পুরান।
শুক্রবার থেকে কর্ম বিরতি থাকবে অ্যানেস্থিসিয়া ও গাইনোকোলজিস্ট এর দুটি ডিপার্টমেন্টের ২২ জন ডাক্তার ডাক্তার সহ মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। যদিও শুক্রবার সকালে জুনিয়র ডাক্তাররা বৈঠকের পর জানান, সম্পূর্ণ কর্মবিরতি হচ্ছে না, জরুরি পরিষেবা সহ ওপিডি চালু থাকছে।