অবতক খবর,২২ ফেব্রুয়ারি: সালার বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ প্রায় দুপুর দুটোর দিকে সালার বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অর্থাৎ মাছের বাজারের সামনে কয়েকটি দোকানের পেছনে জমা আবর্জনা থেকে এই আগুন লেগেছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

আজ দুপুরের দিকে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাওসার হোসেন মন্ডল যখন এলাকা ঘুরছিলেন মাছের বাজারের কাছে এসে দেখেন ব্যাপক ধোঁয়া সঙ্গে সঙ্গে নেমে আশেপাশের দোকানের মাল বের করতে ও আগুন নেভাতে তাঁর সঙ্গে থাকা পুলিশ কর্মীদের লাগিয়ে দেন।

সেই সময় সালার বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার যুবকরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। পাঁচখানা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তিন খানা ফলের দোকান একটি কাপড়ের ও একটি সেলুনের দোকানে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়। দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসলেও পরে আগুন আবার একটি দোকানে ভয়াবহ রুপ নেয়, দমকল বাহিনী সালার থানার পুলিশ এলাকার যুবকবৃন্দের যৌথ প্রয়াসে শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।