অবতক খবর,১১ ডিসেম্বর: সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে ব্লক ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিক্ষোভ ও ডেপুটেশন কংগ্রেসের। বৃহস্পতিবার চোপড়া, ইসলামপুর ও গোয়ালপোখরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে জমি সংক্রান্ত দুর্নীতি দুর করতে হবে সহ মোট পাঁচ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভ দেখানোর পর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের হাতে ডেপুটেশন দেওয়া হয়। আগামীদিনে তাদের দাবি গুলি পুরন না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন ব্লক কংগ্রেসের নেতৃত্বরা।