অবতক খবর,২৩ ডিসেম্বর,মালদা: সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও কয়েকজন সমাজসেবী। তাদের উদ্যোগে শতাধিক ভবঘুরে ও দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।
রবিবার গভীর রাত পর্যন্ত মালদা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন উদ্যোক্তারা।
প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন এমন ভবঘুরেদের কাছে পৌঁছে তাদের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র।
উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের স্বামীজি তপহরানন্দজি মহারাজ, ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, টাউন ওসি গৌতম চৌধুরী, মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক রনজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার পার্থ মুখার্জী সহ অন্যান্যরা।