অবতক খবর,২৬ ডিসেম্বর: ১) বাংলাদেশি গ্রেপ্তার প্রসঙ্গে।
★যারা অন্যায় ভাবে আমাদের দেশে এইভাবে ঢুকেছে। যারা আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা শান্তি বিঘ্নিত করছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। এদেরকে যেকোনো মূল্যে গ্রেফতার করতে হবে। এ বিষয়ে কারো দ্বিমত নেই। সারা ভারতবর্ষে কারো দ্বিমত নেই।
বিএসএফ যদি ঠিকমতো পাহারা না দেয় তাহলে ঢুকেই পড়বে। কি করে পাসপোর্ট করছে! কিভাবে আধার কার্ড তৈরি করছে? এসব নিয়ে আমরা খুব বিপদ অবস্থায় আছি। পুলিশ, এসটিএফ যারা যারা আছে আরো সক্রিয় হোক। বর্ডার সিকিউরিটি ফোর্স আরো সক্রিয় হোক এটা দেশের নিরাপত্তার প্রশ্ন।
২) নন্দীগ্রাম খুন।
দোকানদারকে পিটিয়ে মেরে দিয়েছে। বিজেপি বহু জায়গায় খুন করছে আমাদেরকে, ওরা কি দেখাতে চাইছে আমরা শক্তিশালী ভোটের দিকে দেখাক না কতটা শক্তিশালী প্রমাণ কর না কেনএভাবে খুন করে বোঝানো যাবেনা কতটা শক্তিশালী।
৩) শিক্ষায় দুর্নীতি মামলায় চার্জ গঠন।
★এ নিয়ে কিছু বলব না। কেউ যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি পাবে । এ ব্যাপারে আমার কোন দ্বিমত নেই।