অবতক খবর,২ এপ্রিল : সামসেরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু সহ চারজনের মৃত্যু। এই মুহূর্তের বড় খবর। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক নিয়ে যাওয়ার পথে জাতীয় সড়কে এক শিশু সহ চারজনকে পিষে দিলো ডাম্পার।
মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সামসেরগঞ্জের ডাকবাংলা জামিয়া কাটানে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশু সহ চারজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বাইক নিয়ে ডাকবাংলা দিক থেকে ফারাক্কার দিকে যাবার পথেই পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় বাম্পারটি।
ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। মৃতদের নাম এজাজ শেখ, তৌহিদ শেখ, জাহুল শেখ এবং দুই বছরের শিশু আসিফ শেখ। সকলের বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত উত্তর মহাদেবনগর গ্রামে। একই পরিবারের চার জনের মৃত্যুতে সোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে