অবতক খবর,১ অক্টোবর: সামসেরগঞ্জের ধুলিয়ানে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড। সোমবার রাত দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধুলিয়ান গরুহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও সামসেরগঞ্জ থানার পুলিশ।
আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও অগ্নিকাণ্ডের জেরে গোডাউনে থাকা কয়েক লক্ষ টাকার কাপড় পুড়ে নষ্ট হয়ে গেছে বলেই দাবি গোডাউন মালিক তানবীর আহমেদের। রাত সাড়ে দশটা নাগাদ পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন।
দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে জোরকদমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।