অবতক খবর,২০ ডিসেম্বর: সামসেরগঞ্জের জাতীয় সড়কে বাইককে ধাক্কা লরির। ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি। শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের হাউসনগর কাটান জাতীয় সড়কে। জখম ও ব্যক্তির নাম সাইসুদ্দিন শেখ(৫৫)। তার বাড়ি সামসেরগঞ্জের কাকুড়িয়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহরমপুরের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল একটি লরি। সেসময় আগে আগে যাচ্ছিল বাইকটি। তখনই চক্সাপুর এলাকা পার হয়ে বাইকটিকে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ১০০ মিটার ছিছরে নিয়ে যায় বাইকটিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। জখম অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম ব্যক্তির দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে। বাইক ও লরিটিকে উদ্ধার করেছে পুলিশ।