অবতক খবর,৭ মার্চ: বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ নানাবিধ দাবি নিয়ে সামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও আইন অমান্য অভিযান করলো বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত সাতটি ট্রেড ইউনিয়ন তথা জ্যাক। বুধবার বিকেলে বিড়ি শ্রমিকদের নিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ করেন জ্যাকের নেতৃত্ব।

বিক্ষোভে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক মহিলা বিড়ি শ্রমিকের পাশাপাশি সাধারন মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য পেশ করেন CITU, INTUC, AITUC, UTUC, AIUTUC, FITU এর নেতৃবৃন্দ।

পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন যৌথ সংগ্রাম কমিটির উত্তরবঙ্গের কনভেনর মোহাম্মদ আজাদ, জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা শামসুল আলম ওরফে টিপু ডাক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী ১ লা এপ্রিলের মধ্যেই বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে আগামীদিনে বিড়ি কোম্পানির মালিকদের বাড়ির সামনে ধর্নায় বসার হুশিয়ারি দেওয়ার পাশাপাশি যে কোনো রকম আইন অমান্য আন্দোলন গ্রহণ করা হবে বলেই হুশিয়ারি দিয়েছেন বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত সাতটি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।