অবতক খবর :: মুর্শিদাবাদ :: কান্দি বাস স্ট্যান্ড এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে কান্দি বাস স্ট্যান্ড সাব ট্রাফিক গার্ডের শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার কে সাবরি রাজকুমার।
এই দিন উপস্থিত ছিলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সানি রাজকুমার, কান্দি থানার আইসি অরূপ রায় ,কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার ,কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ট্রাফিক সিগন্যাল সিস্টেম অর্থাৎ ট্রাফিক গার্ড বলে জানান তিনি।
জেলা পুলিশ সুপার কে সাবরি রাজকুমার জানান মুর্শিদাবাদ জেলা পুলিশের অন্তর্গত মোট পাঁচটি জায়গায় এই সাব ট্রাফিক গার্ড উদ্বোধন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা কে স্বচ্ছ রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের যানজট থেকে মুক্তি ও চলাফেরা করার সুবিধা হবে বলেও তিনি জানান।