অবতক খবর ২২ জুলাইঃ চাঁপদানি পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করলো । আজ সকালে পৌরসভার গেটের সামনে বেতন বৃদ্ধির দাবিতে শাসকদলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সাফাই কর্মীরা। তাদের দাবি দীর্ঘ কুড়ি বছর ধরে একই বেতনে কাজ করে যাচ্ছেন তারা ।

বারংবার বেতন বাড়ানোর কথা বলা হলেও কোন লাভ হয়নি। তাই আজ সকাল থেকে চাঁপদানি পৌরসভার প্রায় চার থেকে পাঁচশো কর্মী কর্মবিরতির ডাক দিয়েছে। এবং তারা জানায় যদি তাদের বেতন না বাড়ানো হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবে ।