অবতক খবর,২ সেপ্টেম্বর,মালদা:- সাপের কামড়ে এক মৃৎ শিল্পীর মৃত্যু। মালদা জেলার ইংরেজ বাজার থানার অমৃতি অঞ্চলের বড়ো মোহনপাড়া গ্রামের মিঠুন রবিদাস(৩৬) বাড়ির কাছেই যেখানে তিনি ঠাকুর বানাতেন সেখানে তিনি কাজ করতে করতে রাতে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে সাপের ছোবলে ঘুম ভাঙ্গে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আজ সকালে চিকিৎসা চলাকালিন তাঁর মৃত্যু হয়। এই বছর আসন্ন দুর্গা পুজোতে প্রতিমা বানানোর প্রচুর পরিমাণ বরাত পান মিঠুন।

রাতদিন এককরে কাজ করছিলেন। প্রতিদিনের মত গতকাল সন্ধ্যা থেকে প্রতিমা বানাচ্ছিলেন মিঠুন। ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘাড়ের কাছে বিষাক্ত সাপ ছোবল দেয়। ঘারে সাপ কামড়ানোর জন্যে কোনো রকম বাঁধন দেওয়া যাই নি। ফলে সাপের বিষ অতি দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। মালদা মেডিকেল কলেজে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হল না। আজ সকাল মৃত্যু হয় তার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।