অবতক খবর,২১ মেঃ নির্মীয়মান হালিশহর এলাকার নান্না হাসপাতাল সংলগ্ন একটি একতলা বাড়ির সানসেট ভেঙে শনিবার মৃত্যু হল 24 বছরের হাজিনগরের প্যাটারশন রোডের বাসিন্দা রাজু ভকতের পুত্র বালি ভকত নামে এক নির্মাণ কর্মীর। উক্ত নির্মাণ কর্মী নির্মীয়মান বাড়ির সানসেট খোলবার সময় আচমকা সানসেটটি ভেঙ্গে ওই নির্মাণ কর্মীর গায়ে ও মাথায় পড়ে গুরুতর চোট পেলে স্থানীয় বাসিন্দারা প্রথমে নান্না প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে তৎখনাৎ কল্যাণী জহরলাল হাসপাতালে স্থানান্তরিত করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার পূর্বেই বালি ভগতের মৃত্যু হয়। উক্ত ঠিকাকর্মীর মৃত্যুতে ঠিকাদারের বিরুদ্ধে অসহোযোগিতার কথা তোলা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে।