অবতক খবর,৩ জানুয়ারি:  সকালবেলায় গেট খুলেই দেখতে পাওয়া গেল সাদা কাফন পিস্তল, হুমকির পোস্টার, কিভাবে গুলি করে খুন করা হবে সম্পূর্ণ ছবি তৈরি করে কালো থানের মধ্যে পোটলা করে বাড়ির সামনে পড়ে থাকতে দেখে আতঙ্কে সকলে।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকির অভিযোগ!  পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ফেলা রাখা সাদা থান, ধুপকাঠি, গুলি, হুমকি পোস্টার সহ অন্ত্যেষ্টি ক্রিয়ার সামগ্রী।

শুক্রবার সকালে ভয়ঙ্কর কাণ্ড দেখে শোরগোল নওদার গঙ্গাধারী এলাকায়।  জানা গিয়েছে- নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল সেখ, তাঁর পুরনো বাড়ির সামনে এদিন সাদা থান, গোলাপ জল, হুমকি পোস্টার পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর জানাজানি হতেই ভিড় জমতে থাকে এলাকার মানুষদের। খবর দেওয়া হয় নওদা থানায়। ঘটনাস্থল থেকে হুমকির পোস্টার চিঠি আগ্নেয়াস্ত্র ছবি সমস্তটাই পুলিশ নিয়ে যাই।। এর পেছনে কার হাত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।