অবতক খবর,১৭ ডিসেম্বর: আগামী ১৪ই জানুয়ারি কমল সাথী নিউরোসাইকিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কেএমডিএ সভাগৃহের দ্বিতলে ১৪ই জানুয়ারি,রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির।
স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে।
এখানে থাকবেন–
১.ডাঃ অভ্রনীল ধর(জেনারেল মেডিসিন ও এন্ডক্রিনোলজি)
২.ডাঃ বিশ্বজিৎ সেন(শিশুরোগ)
৩.ডাঃ ইন্দ্রজিৎ চ্যাটার্জী(নাক,কান,গলা)
৪.ডাঃ সুপর্ণা রায় চ্যাটার্জী(মনরোগ)
৫.ডাঃ সিদ্ধার্থ মল্লিক(দন্ত)।
সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন।
নাম নথিভুক্তের সময়সীমা-১লা জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি ২০২৪।
বিশদ জানতে ফোন করুন-
700336378
8158882352