অবতক খবর,১০ সেপ্টেম্বর,মালদা: সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মালদা শহরের বিএস রোড এলাকার ঘটনা। আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহু তলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। তবে ক্ষয়ক্ষতি সেই রকম ভাবে হয়নি। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আশায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা।
কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরো বেশ কয়েকটি দোকান। পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতল আবাসন। ফলে স্বভাবতই সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।