অবতক খবর,২৩ ডিসেম্বর: সাত সকালে সামশেরগঞ্জে পথ দুর্ঘটনা। একটি মালবাহী অটোকে ধাক্কা মারলো ১৬ চাকা লরি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন। সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার চকশাপুর সুলতান মোড় জাতীয় সড়ক এলাকায়।
এদিন জঙ্গিপুরের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি ১৬ চাকা লরি। সেসময় রঙ রুটে আসছিল একটি মালবাহী অটো। তখনই কার্যত অটোটিকে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অটোটি। জখম হন দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা ঘিরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।