অবতক খবর,১১ সেপ্টেম্বর: আজ ভোরে কেষ্টপুর সমর পল্লী এলাকা লড়ির চাকায় পিষ্ট বৃদ্ধ। এদিন ভোরে কেষ্টপুর সমর পল্লী এলাকা রাস্তা পার হচ্ছিল বছর ৬৬ এর বৃদ্ধ প্রদীপ রায়। সেই সময় লড়ি এসে পিষে দেয় ওই বৃদ্ধকে।

বৃদ্ধ ডাক্তার দেখাতে যাচ্ছিল বলে পরিবারের তরফে জানানো হয়। ডাক্তার দেখানোর আগে মন্দিরে নমস্কার করতে যাওয়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার পরে অকুস্থলে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি পৌছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারন মানুষ। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে সাধারন মানুষ।