অবতক খবর,১৪ মার্চ: সাত সকালে ঘটে গেল পথ দুর্ঘটনা , ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মোড়ে । এদিন সকালে বালি বোঝাই একটি ডাম্পার পাল্টি করে ঘটনাস্থলে,,। দীর্ঘ দিন ধরে বহরমপুর জলঙ্গী রাজ্য সড়কে বেহাল অবস্থায় ছিল একটি ছোট কালভার্ট । শুরু হয় মেরামতির কাজ । রাস্তা সচল রাখতে পাশের নয়ান জুলিতে মাটি ভরাট করে চলছিল যাতায়াত ।
সেখান দিয়ে বালি বোঝাই ডাম্পারটি যেতে গেলেই ঘটে যায় বিপত্তি , ঘটনাস্থলেই পাল্টি করে ডাম্পারটি । হঠাৎ বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ছুটে এসে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করে চালক ও খালাসিকে । দুজনেই গুরুতর আঘাত প্রাপ্ত,, তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় চিকিৎসালয়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দৌলতাবাদ থানার পুলিশ। গাড়ি থেকে বালি খালি করে গাড়িটিকে উদ্ধার করা প্রকৃয়া শুরু করেছে পুলিশ।