অবতক খবর,৪ মেঃ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমৃগী স্টেশন সংলগ্ন এলাকায়। গত সাত মাস আগে ভগবানগোলা থানার কুলগাছি ডাঙ্গাপাড়া এলাকায় বিয়ে হয় তার। বিয়ের দু মাস পর থেকেই পনের দাবিতে শশুর বাড়ির লোকেরা প্রায়ই অত্যাচার করতো বলে অভিযোগ তার। এবং বুধবার সাত মাসের গর্ভবতী অবস্থায় পোলিও কার্ড করাতে আসে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে।
তারপর বাড়ি যাওয়ার সময় সুবর্ণ মৃগী স্টেশন সংলগ্ন রাস্তায় তার স্বামীর সাথে দেখা হলে কোনো কারণ ছাড়াই রাস্তাতে ধাক্কা মেরে ফেলে দেয় তার স্বামী। সেখানেই তার শ্বশুরবাড়ির আরো কয়েকজন সদস্য এসে তাকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় লোকেদের দেখে তার শ্বশুরবাড়ি লোকজন পালিয়ে যায় এবং ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
অভিযোগ বিয়ের দুই মাস পর থেকে টাকা নিয়ে আসার জন্য প্রায়ই বলতো তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এবং সেই টাকা এনে দিতে না পারায় তাকে মারধর করা হতো বলে অভিযোগ তার।
ঘটনায় ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে ওই মহিলার ভাই।