অবতক খবর,১ অক্টোবর: সাতসকালে সাগরপাড়ায় থানার সামনে পথ অবরোধ। সীমান্তবর্তী এলাকার মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে নামতে না দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করা হয়েছে। রাস্তায় বাঁশ বেঁধে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মৎস্যজীবীদের।

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী সিংপাড়া কলোনী এবং চকচৈতন এলাকার মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে নামতে দেয়নি বিএসএফ। তার প্রতিবাদে মঙ্গলবার সাতসকালে সাগরপাড়া থানার সামনে রাজ্য সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ মৎস্যজীবীদের। মৎস্যজীবীরা রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন।

ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৎস্যজীবীদের দাবি,তিনদিন ধরে আমাদের নদীতে মাছ ধরতে নামতে দেওয়া হয়নি। আমরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করি। আমরা খাবো কী? সিংপাড়া কলোনী, চক চৈতন্য সহ অন্যান্য বেশকিছু এলাকার লোকজন নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। পুজোর আগে সেই জীবিকা বন্ধ হয়ে যাওয়াতেই সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। সকাল আটটা থেকে পথ অবরোধ চলছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে আমাদের নদীতে মাছ ধরতে দেওয়ার অনুমতি দিতে হবে,না হলে অবরোধ চলবে। পুলিশ প্রশাসনের মৌখিক আশ্বাসে অবরোধ উঠে যায়।