অবতক খবর,২২ ডিসেম্বর: সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল। চালকের মাথায় হেলমেট থাকলেও, বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায় বাইকটি।

প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক এবং আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বাইকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।