অবতক খবর,৮ জানুয়ারী: বুধবার সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রানা হালদার তার বাড়ি মুর্শিদাবাদ জেলার জিবন্তী ভাটপাড়া এলাকায়। হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের বড়ঞা থানার অন্তর্গত কয়থা এলাকায় ঘটে দূর্ঘটনাটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় রানা হালদার নামের ওই বাইক আরোহীর।তবে কি ভাবে ঘটলো দূর্ঘটনা সেই বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি প্রতক্ষ্যদর্শী না থাকায় , দুর্ঘটনায় আসল কারণ এখনো প্রশ্ন নাই ঘটনা তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।