অবতক খবর,১৩ ডিসেম্বর,বাঁকুড়া:- সকালে পুকুরে যেতেই চক্ষু চড়কগাছ মাছ চাষীর। পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই, কাতলা। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমাণ ওই চাষীর। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত জিড়রা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা এই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করতো।
সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। মাছ চাষী বিদ্যুৎ সিংহ বাবু জানান,’ ৫ কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে,পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হই। জিড়রা গ্রামের বাসিন্দা ভঞ্জয় মন্ডল বলেন, ‘সকালে খবর পাই, এসে দেখি প্রচুর মাছ ভাসছে, জল পরিশোধনের জন্য চুন ফটকিরির ব্যবস্থা করা হচ্ছে।’ এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বলেন, ‘ এ ক্ষতি সত্যিই দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখছি’।