অবতক খবর,৭ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:আজ সাত সকালে চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর আবগারি দপ্তর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাইমদ তৈরীর ফার্মেন্টেড ওয়াস সহ মদতৈরীর সাজসরঞ্জাম উদ্ধার করে মন্তেশ্বর আবগারি দপ্তর। আবগারি দপ্তরের পক্ষ থেকে জানাই গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের কানপুর সংলগ্ন এলাকায় কয়েকটা চুলাই মদ কারবারীর বাড়িতে হানাদিয়ে একজন চোলাই মদ কারবারীর ব্যক্তির বাড়ি থেকে মদ তৈরির সাজসরঞ্জাম সহ প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরীর ফার্মেন্টেড ওয়াস উদ্ধার করে মন্তেশ্বর আবগারি দপ্তর।

ওই মদ কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০লিটার চোলাই মদ তৈরীর ফার্মেন্টেড ওয়াস। আবগারি দপ্তর ওই মদ তৈরীর ব্যক্তির বাড়িতে হানা দেওয়ার সময় ওই বাড়ির লোকজন সব পালিয়ে যায়। আবগারি দপ্তর ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা কয়েকশো লিটার চোলাই মদ তৈরীর ফার্মেন্টেড ওয়াস রাস্তায় ফেলে দিয়ে নষ্ট করে দেয়, এবং মদ তৈরি হাড়ি , বালতি, প্লাস্টিকের জার সহ বিভিন্ন সাজসরঞ্জামগুলি উদ্ধার করে নিয়ে আসে ।

আবগারি দপ্তরের এই অভিযানে এলাকাবাসী খুব খুশি বলে জানাযায় ।