অবতক খবর,২১ জানুয়ারি: এনকাউন্টারে নিহত সাজ্জাক আলমের সহযোগী আব্দুল হোসেন ওরফে আবালকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল সন্ধ্যায় করণদিঘি থানার রসাখোয়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই ধৃতকে গোয়ালপোখোর থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।