অবতক খবর,২৮ সেপ্টেম্বর: সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে
ফের পুরোপুরি ভাবে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের।
রোগীকে Cpro না দিলে আর জি কর করে দেবো
কর্তব্যরত মহিলা পিজিটি কে হুমকি, থেকে হাত ধরে টানাটানির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।ভয়ে প্রাণ বাঁচাতে সাগর দত্ত হাসপাতালের একটি ঘরে লুকায় সেই পিজিটি। গোটা ঘটনায় আক্রান্ত মোট ছয় জনের ও বেশি।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের।
একসাথে কি করে কেন এত রোগীর আত্মীয়রা ঢুকে গেল, দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিল না তাদের প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের।
আজ সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বছর ৩৬ এর রঞ্জনা সাও ভর্তি হয়, পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তিনি প্রাণ হারান।
আর এই জায়গা থেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করে রোগীর আত্মীয়রা, তারা অভিযোগ করে কোনরকম চিকিৎসায় হয়নি তাদের রোগীর
সেই কারণেই মারা গিয়েছে রোগী।