অবতক খবর,২০ ডিসেম্বর: গত ১৩ই ডিসেম্বর মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজারে পর পর দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনদিন আগে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়ার নবীনগ্রামের মকসেদ মন্ডলকে পুলিশ গ্রেফতার করে।

সেই প্রতিবাদে সাগরপাড়ার রক্সি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা। মকসেদ মন্ডলের পরিবারের দাবি,”সোনার দোকানে চুরি সম্পর্কে সে কিছুই জানে না। অন্যায় ভাবে চুরির ঘটনায় তার নাম জড়ানো হচ্ছে। তাকে অবিলম্বে ছেড়ে দিতে হবে।” বেলা নটা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা পথ অবরোধ চলে। রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করা হয়।

ফলে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবররুদ্ধ হয়ে পড়ে। সার সার দিয়ে যাত্রীবাহী বাস লরি সহ অন্যান্য ছোট গাড়ি আটকে যায়। দুর্ভোগের মধ্যে পড়েন পথ চলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে দেয়।