অবতক খবর,২৪ জানুয়ারি : প্রসঙ্গত রাজ্যের মন্ত্রী তথা সাগরদিঘীর প্রাক্তন বিধায়ক শ্রী সুব্রত সাহা,গত ২৯সে ডিসেম্বর হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা জান। এর পরে সাগরদিঘীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করতে আসেন। নির্বাচন কমিশন, সাগরদিঘী উপনির্বাচনের দিন ঘোষণা করেন আগামী ২৭সে ফেব্রুয়ারী। ৭ই ফেব্রুয়ারী পর্যন্ত সাগরদিঘী উপনির্বাচনে যে সকল প্রার্থী দাঁড়াবেন তাদের নমিনেশন নেওয়া হবে ও ২রা মার্চ ভোট গণনার দিন নির্ধারণ করা হয়।
সাগরদিঘীবাসির দীর্ঘদিনের আসা ছিল যে স্থানীয় মানুষ কে প্রার্থী করার। স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘীর উপনির্বাচনে রাজ্য নেতৃত্ব দেবাশীষ ব্যানার্জীর নাম প্রার্থী ঘোষণা করায়, স্থানীয়দের কিছুটা হলেও চাহিদা মিটলো। সাগরদিঘী উপনির্বাচনে, রাজ্য নেতৃত্ব, তৃণমূল প্রার্থী হিসাবে দেবাশীষ ব্যানার্জীর নাম ঘোষণা করলেন। দেবাশীষ ব্যানার্জী তৃণমূল কংগ্রেস এর সাগরদিঘী ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। এদিন দেবাশীষ ব্যানার্জী বলেন, ‘আমি জেতার ব্যাপারে নিশ্চিত। রাজ্য নেতৃত্ব আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করায়, রাজ্য নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ।’