অবতক খবর,১৪ ফেব্রুয়ারী,সাগরদিঘী: ফের বড়োসরো সাফল্য সাগরদিঘী থানার বৃহস্পতিবার সাগরদিঘীর বহালনগর এলাকা থেকে ২৬ কিলো গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সাগরদিঘী থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম মোসাররাফ হোসেন তার বাড়ি সাগরদিঘী এলাকায়।
পুলিশ সূত্রে খবর ধৃত মোসাররাফ হোসেন মটরসাইকেলে করে দুটো কালো বস্তায় ২৬ কিলো গাঁজা নিয়ে বীরভূমের দিকে যাচ্ছিলো সেই সময় পুলিশ তাকে সন্দেহ করে। এবং বস্তা খুলতেই বেরিয়ে আসে ২৬ কিলো গাঁজা। সাগরদিঘী থানার পুলিশ ২৬ কিলো গাঁজা সহ ব্যক্তিকে আটক করে এবং তার সঙ্গে কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ।









