অবতক খবর,২৬ সেপ্টেম্বর,ব্যারাকপুর : সারা রাজ্য জুড়েই চলছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সর্তকতার অভাবে। জালিয়াত দের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়া প্রক্রিয়া চলছে নিরন্তর।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়ার নির্দেশে প্রতিটি থানায় সাইবার বন্ধু প্রকল্প দায়িত্ব প্রাপ্ত আধিকারিক রা ভালো কাজ করছেন। বুধবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিম তদন্তে নেমে অনলাইন মোবাইলে প্রতারণায় প্রতারিত পুরসভার ২০ নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া নিবাসী রেলওয়ে কর্মী কল্লোল বিশ্বাস (৫৩) এর খোওয়া ১৭ হাজার ৭০০ টাকা, চাদঁপুর লেনিনগড় ডি ব্লকে প্রতিবন্ধী চা বিক্রেতা গৌতম চক্রবর্তী (৪৫) অনলাইন শপিং এর ফোন এর প্রতারণায় ৭৮হাজার ১১০টাকা, তালবান্দা সোদপুর রোডে বেসরকারি সংস্থার কর্মী বিভাগ মন্ডলের ইন্টারনেট ব্যঙ্ক প্রতারণায় ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করে অভিযোগকারী দের ব্যঙ্ক একাউন্টে ফেরত এর প্রতীকী চেক তুলে দেন ব্যারাকপুর এডিসিপি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝাঁ।

ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য, এসআই সমীরণ দাস, সৌমেন দাস, শুভম সরকার, লেডি কনস্টেবল কম্পিউটার অপারেটর মাম্পি সরকার প্রমুখ। পাশাপাশি খোওয়া সাতটি মোবাইল ফোন তৎসহ একটি সোনার চেন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এদিন।এডিসিপি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা বলেন সাইবার বন্ধু প্রকল্পে নিউ বারাকপুর থানার পুলিশ বন্ধু প্রকল্পে সাইবার টিমের সফলতায় প্রতারিতদের টাকা এবং মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হল।

সাইবার দায়িত্বপ্রাপ্ত অফিসার সহযোগি লেডি কনস্টেবল রা খুব ভালো দক্ষতার সাথে কাজ করছেন। তার সুফল এই সব প্রতারিত দের টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। টাকা ভুলবশত চলে গিয়েছিল। টাকা ফেরত আনা যায় এই ধারনা ছিল না। সাইবার বন্ধু পোর্টালে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দ্রুততার সাথে কাজ করছে। পাশাপাশি চুরি যাওয়া বা খোওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে তুলে দিচ্ছে পুলিশ।

অভিযোগ কারীরা নিউ বারাকপুর থানার সাইবার বন্ধু টিম পুলিশের তৎপরতায় উদ্ধার কাজে প্রশংসা করেন এদিন।